২০২৫ সালের ১৬ নম্বর অধ্যাদেশের মাধ্যমে ২০০৬ সালের পাবলিক প্রকিউরমেন্ট অ্যাক্টে (পিপিএ), ২০০৬-এ গুরুত্বপূর্ণ সংশোধনী আনা হয়েছে। সংশোধিত পিপিএ, ২০০৬-এর সঙ্গে সামঞ্জস্য বিধানের জন্য নতুন পিপিআর, ২০২৫ প্রণয়ন ও কার্যকর করা হয়েছে। এখন থেকে দেশে সরকারি ক্রয় পরিচালনার ক্ষেত্রে সংশোধিত পিপিএ, ২০০৬ এবং নতুনভাবে প্রণীত পিপিআর, ২০২৫ উভয়ই যুগপৎভাবে কার্যকর হবে। পিপিআর, ২০২৫-এ মোট ১৫৪টি বিধি ও ২১টি তফশিল অন্তর্ভুক্ত করা হয়েছে। আইন ও বিধিতে আনা প্রধান পরিবর্তনগুলোর মধ্যে রয়েছে: অভ্যন্তরীণ কার্য ক্রয়ে বিদ্যমান ১০ শতাংশ (প্লাস-মাইনাস) মূল্যসীমা বাতিল, সব ধরনের সরকারি ক্রয়ে ই-জিপি বাধ্যতামূলক, চুক্তি প্রাপ্তির ক্ষেত্রে প্রকৃত উপকারভোগী প্রকাশ বাধ্যতামূলক, টেকসই সরকারি ক্রয় আনুষ্ঠানিকভাবে প্রবর্তন, প্রতিটি প্রকিউরমেন্টে কৌশলগত পরিকল্পনা প্রণয়নের বাধ্যবাধকতা, ভৌত সেবাকে স্বতন্ত্র প্রকিউরমেন্ট ক্যাটাগরি হিসেবে স্বীকৃতি প্রদান, ফ্রেমওয়ার্ক অ্যাগ্রিমেন্ট ও নেগোশিয়েশনস এর ক্ষেত্র সম্প্রসারণ, একটি ডিবারমেন্ট...