পশ্চিমবঙ্গের নির্মাতা সৃজিত মুখার্জিকে ঘিরে নতুন করে প্রেমের গুঞ্জন ছড়িয়েছে। বেশ কিছুদিন ধরে শোনা যাচ্ছে, অভিনেত্রী সুস্মিতা চট্টোপাধ্যায়ের সঙ্গে তিনি নাকি সম্পর্কে জড়িয়েছেন। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুর্গোৎসবের সময় সুস্মিতার সঙ্গে তোলা ছবি ইনস্টাগ্রামে পোস্ট করার পর গুঞ্জন আরও জোরালো হয়। এর আগেও ‘ডিয়ার মা’ সিনেমার প্রিমিয়ার অনুষ্ঠানে তাদের একসঙ্গে দেখা গিয়েছিল।গুঞ্জনের মধ্যেই মাছরাঙা টেলিভিশনের অনুষ্ঠান ‘বিহাইন্ড দ্য ফেম উইথ আরআরকে’-তে বিষয়টি নিয়ে প্রশ্ন করা হয় অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলাকে। উপস্থাপক তাকে জিজ্ঞেস করেন, ‘অনেকে বলছেন, সৃজিত মুখার্জি এখন আর আপনার স্বামী নন, আপনি কী বলবেন?’ উত্তরে মিথিলা বলেন, ‘এটা তো যারা বলছে, তারা বলছে। আমি কিছুই বলব না।’উনি কি এখনো আপনার স্বামী? এমন প্রশ্নে দুই সেকেন্ড ভেবে নিয়ে মিথিলা স্পষ্টভাবে বলেন, ‘হ্যাঁ।’ এরপর জানতে চাওয়া হয়, তার পাসপোর্টে কি এখনো...