কার্ডিয়াক আ্যরেস্ট হওয়া রোগীর জীবন রক্ষার্থে কার্ডিওপালমোনারি রিসাসিটেশন (সিপিআর) প্রশিক্ষণ জরুরি বলে জানিয়েছেন কুর্মিটোলা জেনারেল হাসপাতালের কার্ডিওলজি বিভাগের প্রধান অধ্যাপক ডা. মহসীন আহমদ। কুর্মিটোলা জেনারেল হাসপাতালের আয়োজনে এবং হেলদি হার্ট হ্যাপি লাইফ অর্গানাইজেশনের (হেলো) সহযোগিতায় আজ মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) ‘সিপিআর ফর প্রফেশনাল’ শীর্ষক বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। আজ বেলা ১১টায় হাসপাতাল পরিচালকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এ প্রশিক্ষণে সাংবাদিক, আইনজীবী ও চিকিৎসকেরা অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীদের সামনে সিপিআর কীভাবে করতে হয়, জরুরি মুহূর্তে এর প্রয়োজনীয়তা ও কার্যকারিতা বিষয়ে বিস্তারিত আলোচনা করেন কুর্মিটোলা জেনারেল হাসপাতালের কার্ডিওলজি বিভাগের প্রধান অধ্যাপক ডা. মহসীন আহমদ। ডা. মহসীন আহমদ বলেন, হৃদযন্ত্র হঠাৎ বন্ধ হয়ে গেলে তাৎক্ষণিকভাবে সিপিআর প্রয়োগ করলে রোগীর প্রাণ রক্ষা করা সম্ভব। আমাদের সবাইকে এ প্রশিক্ষণ নেওয়া প্রয়োজন। ৯ম-১০ম শ্রেণির পাঠ্যবইয়ে সিপিআর অন্তর্ভুক্তেরও...