এবার ফেসবুকে ‘ফ্যান চ্যালেঞ্জ’ ও ‘কাস্টমাইজড টপ ফ্যান ব্যাজ’ নামে নতুন দুটি ফিচার চালু করেছে মেটা। প্রতিষ্ঠানটির আশা, এর মাধ্যমে প্রিয় ক্রিয়েটরদের সঙ্গে ভক্তদের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হবে।কী এই ফ্যান চ্যালেঞ্জনতুন ফিচারটির মাধ্যমে যে কোনো ক্রিয়েটর তাদের ফলোয়ারদের উদ্দেশে নির্দিষ্ট চ্যালেঞ্জ দিতে পারবেন। ফলোয়াররা সেই চ্যালেঞ্জে অংশ নিতে পারবেন নিজের তৈরি রিল বা পোস্টের মাধ্যমে। পরে সেই কনটেন্টে যত বেশি রিঅ্যাকশন পড়বে, তা একটি লিডারবোর্ডে র্যাঙ্কিং আকারে দেখানো হবে। ফলে সবচেয়ে বেশি প্রতিক্রিয়া পাওয়া কনটেন্ট শীর্ষে থাকবে। এতে ভক্তদের অংশগ্রহণ ও আগ্রহ দুটোই বাড়বে।আগে থেকেই টিকটক বা ইনস্টাগ্রাম রিলসে এ ধরনের চ্যালেঞ্জ জনপ্রিয়। নাচের চ্যালেঞ্জ থেকে শুরু করে ট্রেন্ডিং অডিও ব্যবহার—সবই সেখানে নিয়মিত ঘটে। এবার ফেসবুক সেই অভিজ্ঞতাকে আনুষ্ঠানিক রূপ দিচ্ছে। প্রতিটি চ্যালেঞ্জের জন্য আলাদা পেজ থাকবে, যেখানে চ্যালেঞ্জ ঘিরে...