বিদ্যুৎ ও পানি সংকটের বিরুদ্ধে তরুণ প্রজন্ম ‘জেন-জি’র বিক্ষোভের মুখে মাদাগাস্কারের সরকার ভেঙে দিয়েছেন প্রেসিডেন্ট আন্দ্রে রাজোয়েলিনা। সোমবার (২৯ সেপ্টেম্বর) টেলিভিশনে দেওয়া এক ভাষণে তিনি এ ঘোষণা দেন। ভাষণে প্রেসিডেন্ট বলেন,“সরকারের ব্যর্থতার জন্য ক্ষমা চাইছি। সরকারের সদস্যরা যদি দায়িত্ব যথাযথভাবে পালন না করে থাকেন, তবে আমরা স্বীকার করছি এবং দুঃখ প্রকাশ করছি।” রাজোয়েলিনা বিক্ষোভের সময় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহায়তার প্রতিশ্রুতি দিয়ে বলেন,“আমি রাগ, দুঃখ এবং বিদ্যুৎ–পানি সংকটে সৃষ্ট কষ্ট বুঝতে পারছি। আমি আহ্বান শুনেছি, কষ্ট অনুভব করেছি, দৈনন্দিন জীবনের ওপর প্রভাব বুঝেছি।” গত বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাজধানী আন্তানানারিভোতে শুরু হওয়া এই বিক্ষোভ দ্রুত আটটি শহরে ছড়িয়ে পড়ে। বিক্ষোভকারীরা প্রেসিডেন্ট ও পুরো সরকারের পদত্যাগ দাবি করেন। এর আগে বিদ্যুৎ–জ্বালানি মন্ত্রীকে দায়িত্ব পালনে ব্যর্থতার অভিযোগে বরখাস্ত করেছিলেন প্রেসিডেন্ট। কিন্তু তাতেও পরিস্থিতি শান্ত হয়নি।...