শারদীয় দুর্গা পূজা উপলক্ষে প্রকাশিত হলো সিলন টির বিশেষ আয়োজন ‘মহানায়কের গান’ সিজন ২ এর দ্বিতীয় গান। কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের অমর সৃষ্টি এবং বুলবুল আহমেদ অভিনীত দেবদাস চলচ্চিত্রের জনপ্রিয় গান ‘জনম জনম ধরে প্রেম পিয়াসী’ নতুন আঙিকে হাজির হয়েছে দর্শকদের সামনে। গানটি আজ মঙ্গলবার ( ৩০ সেপ্টেম্বর) থেকে দেখা যাবে সিলন টির অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। সিজন ২-এর ছয়টি গানে কণ্ঠ দিয়েছেন মহানায়ক বুলবুল আহমেদের কন্যা তাহসিন ফারজানা তিলোত্তমা। বুলবুল আহমেদের জন্মদিন উপলক্ষে গত ৪ সেপ্টেম্বর প্রকাশিত সিজন ২-এর প্রথম গান সঞ্জিনী চলচ্চিত্রের ‘দুটি মন যখন কাছে এল’ ইতোমধ্যে দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। এই আয়োজনে আরো যে...