ক্ষমতার অপব্যবহার করে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) পূর্বাচল নতুন শহর প্রকল্পে সরকারি প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৩ জনের বিরুদ্ধে করা পৃথক তিন মামলায় পঞ্চম দিনে ৯ জনের সাক্ষ্য গ্রহণ শেষে ১৫ অক্টোবর পরবর্তী সাক্ষ্য গ্রহণ দিন ধায করেছে আদালত। এ নিয়ে ৩ মামলায় মোট ২৯ জনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। গতকাল মঙ্গলবার ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন সাক্ষীদের জবানবন্দি গ্রহণ করেন। আসামিদের পক্ষে কোনো আইনজীবী না থাকায় তাদের জেরা হয়নি। সাক্ষীরা তাদের জবানবন্দিতে বলেন, শেখ হাসিনার স্বামী মরহুম ডা. এম এ ওয়াজেদ মিয়া থেকে থেকে পাওয়া সুধাসদনের সম্পত্তির তথ্য। স্বামীর মৃত্যুর পর ধানমন্ডির সুধাসদনের বসতবাড়ির সম্পত্তি থেকে নিজ অংশ বুঝে নেন শেখ হাসিনা। পরে সেই সম্পত্তি দুই সন্তান সজীব ওয়াজেদ জয়...