নির্বাচন কমিশনে নিবন্ধনের জন্য আবেদন করা ১৪৩টি রাজনৈতিক দলের মধ্যে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও বাংলাদেশ জাতীয় লীগ শর্ত পূরণ করেছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার রাজধানীতে নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ। তিনি বলেন, ‘চূড়ান্তভাবে যাচাই-বাছাই শেষে আমরা দুটি দলকে নিবন্ধনের জন্য উপযুক্ত মনে করছি। এদের বিষয়ে শিগগিরই গণবিজ্ঞপ্তি জারি করা হবে।’ সচিব জানান, জাতীয় নাগরিক পার্টিকে তাদের প্রতীক বরাদ্দ সংক্রান্ত একটি চিঠি ইসি থেকে দেওয়া হবে। তবে দলগুলোর আনুষ্ঠানিক নিবন্ধনের বিষয়ে বিজ্ঞপ্তি পরে প্রকাশ করা হবে। মাঠপর্যায়ে যাচাই-বাছাই করা ২২টি দলের মধ্যে ৭টি দলের আবেদন বাতিল করা হয়েছে। বাতিল হওয়া দলগুলো হলো— ফরোয়ার্ড পার্টি, বাংলাদেশ সংস্কারবাদী পার্টি (বিআরপি), বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী-সিপিবি এম), জমিয়তে উলামায়ে ইসলাম ও নেজামে ইসলাম পার্টি,...