‘মহাষ্টমীর উৎসবে উপচে পড়া ভিড়, শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা উদযাপন” NewsG24 এর নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি। রাজশাহী:বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা এখন দেশব্যাপী চলছে। এই উৎসবকে কেন্দ্র করে সারাদেশের মতো রাজশাহী নগরীতেও সৃষ্টি হয়েছে উৎসবমুখর পরিবেশ।মহাষ্টমীর দিন ভোর থেকেই নগরীর বিভিন্ন পূজা মণ্ডপে ভক্ত-দর্শনার্থীদের ভিড় জমে। নারী-পুরুষ, শিশু-বৃদ্ধসহ হাজারো মানুষ অঞ্জলি প্রদান, কুমারী পূজা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও অন্যান্য ধর্মীয় আচার-অনুষ্ঠানে অংশ নেন। রঙিন আলোকসজ্জা, মন্দিরের থিমভিত্তিক সাজসজ্জা ও শিল্পীদের কারুকাজে সাজানো প্রতিটি পূজা মণ্ডপ পরিণত হয়েছে উৎসবের মিলনমেলায়। মহাষ্টমীর দিন মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় রাজশাহী মহানগরীর বিভিন্ন পূজা মণ্ডপের নিরাপত্তা পরিস্থিতি সরেজমিন পর্যবেক্ষণ করেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান। এ সময় তিনি ঐতিহ্যবাহী রাণীবাজার টাইগার পূজা মণ্ডপ ও...