বৈশ্বিক উদ্ভাবনী প্রযুক্তি ব্র্যান্ড টেকনো বাংলাদেশে এর বহুল প্রতীক্ষিত পোভা ফাইভজি সিরিজ আনুষ্ঠানিকভাবে উন্মোচন করেছে। উত্তরার সেন্টারপয়েন্টে টেকনো ফ্ল্যাগশিপ আউটলেটে একটি গ্র্যান্ড অনুষ্ঠানের মাধ্যমে এই উন্মোচন করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শীর্ষস্থানীয় সাংবাদিক, টপ আর্টিস্ট, ইনফ্লুয়েন্সার ও গুরুত্বপূর্ণ স্টেকহোল্ডাররা। বাংলাদেশকে ফাইভজি ও এআই-নির্ভর ভবিষ্যতের দিকে এগিয়ে নিতে একটি নতুন মাইলফলক হিসেবে সিরিজটি উন্মোচন করা হয়েছে। পোভা ফাইভজি সিরিজ টেকনোর সবচেয়ে প্রতীক্ষিত লাইনআপ, এই সিরিজের ট্যাগলাইন "বর্ন টু বি ইউনিক" যেখানে ফাস্ট ফাইভজি কানেক্টিভিটি, ইউনিক ডিজাইন ও সর্বাধুনিক এআই পারফরম্যান্স নিশ্চিত করা হয়েছে। এই সিরিজের তিনটি মডেল রয়েছে, “পোভা ৭ প্রো ফাইভজি”, আলট্রা-স্লিম থ্রিডি-কার্ভড “পোভা স্লিম ফাইভজি” ও স্টাইলিশ “পোভা কার্ভ ফাইভজি”। প্রতিটি ফোনের ডিজাইন ক্রেতাদের বিভিন্ন প্রয়োজনের জন্য উপযুক্ত পারফরম্যান্স ও আর্কষণীয় লুক প্রদান করে।এ বিষয়ে আইস্মার্টু টেকনোলজি বাংলাদেশ...