চৌগাছা (যশোর) প্রতিনিধিঃযশোরের চৌগাছায় জাতীয়করণ হওয়া সরকারি অনার্স কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে দুর্নীতি, স্বেচ্ছাচারিতা, অনিয়ম ও অর্থ আত্মসাৎসহ নানা অভিযোগ উঠেছে। অনিয়ম ও দূর্নীতির বিষয়ে কলেজের সাধারণ শিক্ষকদের দাবীর প্রেক্ষিতে স্থানীয় নেতৃবৃন্দ একাধিকবার আপোষ মীমাংসাও করেছেন। তবুও থামছেনা তার দুর্নীতি ও স্বেচ্ছাচারিতা। অভিযোগ উঠেছে কলেজের অধ্যক্ষের অনিয়ম ও স্বেচ্ছাচারিতার কারনে চরমভাবে শৃঙ্খলার অবনতি হয়েছে। যার ফলে উপজেলার ঐতিহ্যবাহি এই শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান কার্যক্রম ব্যহত হচ্ছে। জানা যায়, স্থানীয় এক জামায়াত নেতার তদবিরের মাধ্যমে কলেজের অধ্যক্ষ রেজাউর রহমান, ২০২৪ সালের নভেম্বর মাসে চৌগাছা সরকারি কলেজে যোগদান করেন। এরপর থেকেই স্বজনপ্রীতি, আর্থিক দুর্নীতি, চাঁদা দাবি, স্বেচ্ছাচারিতা, অনিয়ম ও অর্থ আত্মসাৎ, শিক্ষক-কর্মচারীদের সঙ্গে অসদাচরণসহ অবৈধ কর্মকান্ড চালিয়ে যাচ্ছেন। তবে স্থানীয় জামায়াত নেতার তদবিরের কথা প্রকাশ্যে আসলেও মূলত তার বদলীর ফাইল প্রসেসিং শুরু হয় বিগত ফ্যাসিস্ট...