মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে দুই নার্সের পাল্টাপাল্টি অভিযোগের প্রেক্ষিতে অর্থোপেডিক বিভাগের সিনিয়র কনসালটেন্ট ডা. শহীদুল আজমকে প্রধান করে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। মঙ্গলবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ বাহাউদ্দিন। তিনি জানান, আগামী ১০ কর্মদিবসের মধ্যে কমিটি তাদের প্রতিবেদন দাখিল করবেন। তদন্ত কমিটির অন্য সদস্যরা হলেন— জুনিয়র কনসালটেন্ট ডা. শেখ মোহাম্মদ জিয়াউল হক, ডা. ফেরদৌস রায়হান, মেডিকেল অফিসার ডা. মো. আরিফুর রহমান এবং আবাসিক মেডিকেল অফিসার ডা. এবিএম তৌহিদুজ্জামান। উল্লেখ্য, গত ২৩ সেপ্টেম্বর...