সাধারণ কাঁচা ঘর বা টিনের চালার ভেতরে সাজানো ডিম, তার পাশে হারিকেনের আলো আর তুষ দিয়ে তৈরি উষ্ণ পরিবেশ। এভাবেই প্রতিদিন জন্ম নিচ্ছে লাখ লাখ হাঁসের বাচ্চা। এই গ্রাম থেকে বছরে গড়ে ৩ কোটি হাঁসের বাচ্চা বিক্রি হয়, যার দাম প্রায় ১২০ কোটি টাকা। সরকারি সুযোগ সুবিধা বাড়ালে এবং সরকারিভাবে অর্থ সহায়তা পেলে আরও ভালো কিছু করা যেতো বলে জানিয়েছেন খামার মালিকরা। এই খামারগুলো কর্মসংস্থানের পাশাপাশি জাতীয় অর্থনীতিতেও রাখছে গুরুত্বপূর্ণ অবদান। তাই খামারিদের ব্যবসায় উন্নয়নে ভবিষ্যতে সরকারি সহযোগিতা আরও বাড়ানোর...