জানা যায়, এ চক্রের সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের প্রভাবশালী নেতা, নামধারী ব্যক্তিত্ব থেকে শুরু করে তথাকথিত কিছু সাংবাদিকও জড়িত। গত ২৩ সেপ্টেম্বর রাতে শ্রীমঙ্গল উপজেলার ভূনবীর ইউনিয়নের শাসন ইলামপাড়া গ্রামে বহুজাতিক প্রতিষ্ঠান শেভরন বাংলাদেশ লিমিটেডের পাইপলাইনে দুর্বৃত্তরা অবৈধভাবে ট্যাপিং করার সময় ছিদ্র দিয়ে গ্যাসীয় তরল বেরিয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। কনডেনসেট জৈতাছড়া ( ছোট নদী) -এর পানির স্রোতের সাথে মিশে যাওয়ায় পানিতে ভেসে ওঠা মাছগুলো সংগ্রহ করতে এসে স্থানীয় এক পরিবারের তিনজন সদস্য আকস্মিকভাবে অগ্নিদগ্ধ হন। প্রথমে তাদের শ্রীমঙ্গল, মৌলভীবাজার হাসপাতাল, পরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখান থেকে তাদেরে ঢাকার জাতীয় বার্ন ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়। চিকিৎসাধীন অবস্থায় মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে একই পরিবারের পিতা ও পুত্রের মৃত্যু হয়। তারা হলেন, স্থানীয় বাসিন্দা বশির মিয়া (৫০) ও তাঁর...