৩০ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৪১ পিএম | আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৪১ পিএম ইংল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বে সমর্থকদের উচ্ছৃঙ্খল আচরনের দায়ে সার্বিয়ান এফএ’কে ৮৫ হাজার ইউরো জরিমানা করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রন সংস্থা ফিফা। একইসাথে নিরাপত্তা আইন ভঙ্গের কারণে সার্বিয়ার পরবর্তী ম্যাচে স্টেডিয়ামের কিছু অংশে দর্শক প্রবেশেও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। ফিফার ডিসিপ্লিনারি কমিটি জানিয়েছে, ‘বেলগ্রেডে এ মাসের শুরুতে লেসারের ব্যবহার, অশোভন অঙ্গভঙ্গি ও ভাষা ব্যবহার, জাতীয় সঙ্গীতের অবমাননা এবং কিছু সমর্থকের বৈষম্যমূলক আচরনের কারনে সার্বিয়াকে এই শাস্তি দেয়া হয়েছে।’ অস্থিতিশীল পরিবেশ সত্তেও ইংল্যান্ড ৫-০ গোলের দাপুটে জয় তুলে নেয়। শাস্তির কারনে আলবেনিয়ার বিপক্ষে বাছাইপর্বের আগামী ম্যাচে সার্বিয়াকে অবশ্যই ২০ শতাংশ দর্শক কমাতে হবে। এক বিবৃতিতে তারা জানিয়েছে সার্বিয়ান ফুটবল এসোসিয়েশন বিষয়টি নিয়ে আলোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে। নিরাপত্তার বিষয়টি...