৩০ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৪৭ পিএম | আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৪৭ পিএম প্রাণঘাতী ডেঙ্গুতে মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বরিশালে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ৪ দিনে ৪ জনের মৃত্যুর খবর দিল স্বাস্থ্য দপ্তর। শুধু সেপ্টেম্বরেই বরিশালের সরকারি হাসপাতালসমূহে প্রায় ৪ হাজার ডেঙ্গু রোগী ভর্তি হওয়ার পাশাপাশি মারা গেছেন ১৪ জন। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুরের পূর্ববর্তী ২৪ ঘণ্টায় আরও ১৩৮ জন ডেঙ্গু রোগীকে বরিশালের সরকারি হাসপাতালগুলোতে ভর্তি করা হয়েছে। এর মধ্যে শুধু শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন ১৬ জন। মঙ্গলবার বিকেলে এ রিপোর্ট লেখা পর্যন্ত ১৩৫ জনকে ছাড়পত্র দেওয়ার পরে আরও ৪১৬ জন ডেঙ্গু রোগী সরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন বলে বিভাগীয় স্বাস্থ্য দপ্তর জানিয়েছে। এর মধ্যে শুধু শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালেই ৬৮ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। এ...