'অন্তহীন' প্রযোজনা নিয়ে দক্ষিণ কোরিয়ায় 'বিয়ন্ড বর্ডারস: এশিয়ার নিউ ওয়েভ'-এ অংশ নিতে যাচ্ছে নাচের সংগঠন 'কাথ্যাকিয়া- দ্য সেন্টার অফ আর্টস'। এশিয়ান কালচার সেন্টার আয়োজিত 'নেক্সট-জেনারেশন এশিয়ান আর্টিস্টস কমিউনিটি ইনিশিয়েটিভ – বিয়ন্ড বর্ডারস: এশিয়ার নিউ ওয়েভ'-এ অংশগ্রহণ করবে চারজনের দলটি। কাথ্যাকিয়ার প্রতিষ্ঠাতা ও পরিচালক এস এম হাসান ইশতিয়াক ইমরানের সঙ্গে দেশের তিনজন শিল্পী আনন্দিতা খান, আসিফ মোহাম্মদ মোসাদ্দেক এবং অন্বেষা বিশ্বাস অগ্নি আয়োজনে অংশ নেবে। আনন্দিতা খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছেন, শুক্রবার দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবেন তারা।...