চলতি বছরের মার্চে পাঁচ বছরের দাম্পত্য জীবনের ইতি টানেন ভারতের লেগ স্পিনার যুজবেন্দ্র চাহাল ও ইউটিউবার, অভিনেত্রী এবং কোরিওগ্রাফার ধনশ্রী ভার্মা। তবে সম্পর্ক চুকে গেলেও তাদের দাম্পত্য কলহ নিয়ে এখনও চর্চা হচ্ছে। এবার আশনীর গ্রোভার সঞ্চালিত রিয়েলিটি শো ‘রাইজ অ্যান্ড ফল’-এ হাজির হয়ে বিয়ে নিয়ে বিস্ফোরক দাবি করলেন ধনশ্রী। শোয়ের একটি ভাইরাল ক্লিপে ধনশ্রীকে বলতে শোনা যায়—‘প্রথম বছরেই বুঝে গিয়েছিলাম এই সম্পর্ক টিকবে না। বিয়ের দ্বিতীয় মাসেই প্রতারণা ধরে ফেলেছিলাম।’ সহ-প্রতিযোগী অভিনেত্রী কুব্বরা সাইত অবাক হয়ে জিজ্ঞেস করলে তিনি আবারও হেসে নিশ্চিত করেন, ‘ক্রেজি, ব্রো!’ এর আগে অবশ্য চাহাল এক ইউটিউব পডকাস্টে জোর দিয়ে বলেছিলেন, তিনি জীবনে কখনো প্রতারণা করেননি। ‘ডিভোর্সের পর দেখলাম সবাই ভাবে আমি প্রতারক। কিন্তু আমি তা নই। আমি বরং ভীষণ অনুগত মানুষ। আমার দুই বোন আছে,...