খাগড়াছড়িতে ধর্ষণের ঘটনার পর ‘বিচারের উদ্যোগ না নিয়ে’ ওই এলাকায় শান্তিরক্ষায় নিয়োজিতরা ‘কেন সেটা বাড়তে দিল’– সেই প্রশ্ন তুলেছেন মহিলা সমিতির সভাপতি ফওজিয়া মোসলেম। খাগড়াছড়িতে মারমা কিশোরকে দলবেঁধে ধর্ষণ এবং প্রতিবাদকারী বিচার প্রার্থীদের উপর ‘হামলা ও হত্যার’ প্রতিবাদ ও বিচারের দাবিতে মঙ্গলবার বিকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে তিনি এ বিষয়ে কথা বলেন। মানববন্ধনে সভাপতির বক্তব্যে ফওজিয়া বলেন, “ধর্ষণ একটি ক্রিমিনাল অপরাধ, এটা বাংলাদেশের আইন বলে। সরকার নাকি ধর্ষণের বিচারের জন্য কঠিন থেকে কঠিন বিচারের ব্যবস্থা করছেন। অথচ ধর্ষণের বিচারের জন্য মানুষকে দাবি জানাতে রাস্তায় নামতে হচ্ছে। তাহলে সরকার যে আইন করেন, সরকার যে বক্তব্য দেন, সেই বক্তব্য কেন বাস্তবায়িত হয় না? এর পিছনে কারণ কী? “ধর্ষণের বিচার কেন চাইতে হবে? বলা হচ্ছে যে, ধর্ষণ প্রমাণ করা যায় নাই। কেন,...