নিজস্ব প্রতিবেদক : জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিতে নিউইয়র্কে অবস্থানকালে এক আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি ও আসন্ন নির্বাচন নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন নোবেল শান্তি পুরস্কারজয়ী প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তার এই বক্তব্য ইতোমধ্যে দেশের রাজনৈতিক অঙ্গনে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র আলোচনা ও বিতর্কের জন্ম দিয়েছে। সাক্ষাৎকারে ড. ইউনূস বলেন, বর্তমান সরকার আওয়ামী লীগকে সরাসরি নিষিদ্ধ করেনি বা দলীয় রেজিস্ট্রেশন বাতিল করেনি। তবে, সরকারের পক্ষ থেকে দলটির রাজনৈতিক কর্মকাণ্ড আপাতত স্থগিত রাখা হয়েছে। তিনি বলেন, “পরিস্থিতি বিবেচনায় এই সিদ্ধান্ত পরিবর্তন হতে পারে। নিষেধাজ্ঞা স্থায়ী নয়।” নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ প্রসঙ্গে প্রশ্নের জবাবে ড. ইউনূস বলেন, “এ বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দেওয়ার এখতিয়ার নির্বাচন কমিশনের। কে নির্বাচনে অংশ নেবে, সেটি একান্তভাবেই তাদের সিদ্ধান্ত।” তিনি সংবিধান ও নির্বাচন...