বগুড়ার স্বাস্থ্য বিভাগে এক অস্বাভাবিক প্রশাসনিক জটিলতা তৈরি হয়েছে। সিভিল সার্জন কার্যালয়ে বর্তমানে ডা. খুরশীদ আলম দায়িত্ব পালন করছেন, অথচ তার কক্ষের বাইরে এখনো ঝুলছে সদ্য বদলি হওয়া ডা. এ কে এম মোফাখখারুল ইসলামের নামফলক। একই পদে দুইজন কর্মকর্তার এমন পদায়ন নিয়ে শুরু হয়েছে এক ধরনের ‘কাগুজে যুদ্ধ’, যার প্রত্যক্ষ প্রভাব পড়ছে জেলার স্বাস্থ্যসেবা ব্যবস্থাপনার ওপর। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের গত ১৪ সেপ্টেম্বরের এক প্রজ্ঞাপনে বগুড়ার সিভিল সার্জন ডা. মোফাখখারুল ইসলামকে মানিকগঞ্জে এবং মানিকগঞ্জের সিভিল সার্জন ডা. খুরশীদ আলমকে বগুড়ায় বদলি করা হয়। উভয়কেই ১৭ সেপ্টেম্বরের মধ্যে নিজ নিজ কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়। এদিকে নির্ধারিত সময়েই বগুড়ায় যোগদান করতে এসে ডা. খুরশীদ আলম জানতে পারেন, পূর্ববর্তী সিভিল সার্জন ডা. মোফাখখারুল ইসলাম ছুটিতে রয়েছেন। ফলে নতুন সিভিল সার্জনের কাছে...