এখন জনপ্রিয় হয়ে উঠেছে এসএমএস, ফেইসবুক চ্যাটিং সর্বোপরি ইন্টারনেট। টেলিগ্রাম’টি গ্রীক শব্দ। টেলিযোগাযোগ ব্যাবস্থায় প্রথম যে যন্ত্রটি ব্যাবহার হয় তার নাম টেলিগ্রাফ। এ পর্যন্ত ছয় প্রকার টেলিগ্রাফ আবিষ্কৃত হয়েছে। ইলেকট্রিক্যাল টেলিগ্রাফ, অপটিক্যাল টেলিগ্রাফ, হাইড্রোলিক টেলিগ্রাফ, টেলিপ্রিন্টার, ইঞ্জিন অর্ডার টেলিগ্রাফ এবং টেলোটোগ্রাফ। ১৮৩২ সালে সোভিয়েত আবিস্কারক ব্যারন পাভেল শিলিং প্রথম বৈদ্যুতিক টেলিগ্রাফের সংযোগ স্থাপন করেন। তখন তা খুবই জনপ্রিয়তা হয়ে উঠলেও কালের আবর্তে টেলিগ্রাফ টি এখন বিলুপ্ত হয়ে গেছে। সাধারণত বাংলাদেশ স্বাধীন হওয়ার আগ থেকে রেলওয়ে যোগাযোগে ব্যাবহৃত টরে-টক্কার মাধ্যমে ট্রেন নিয়ন্ত্রণ করা। যোগাযোগ ব্যবস্থা উন্নতির ফলে পৃথিবী এখন পরিণত হয়েছে গ্লোবাল ভিলেজে। বেতার, টিলিভিশন, মোবাইল, ইন্টারনেট সহ নিত্য নতুন প্রযুক্তির সুবিধা পাওয়া যায় ঘরে বসে। আজ তথ্যপ্রযুক্তির আধুনিক এই যুগে প্রতিযোগিতায় পিছিয়ে গেছে টেলিগ্রাফ। পুরনোকে ভিত্তি করে নতুন নতুন আবিষ্কার।...