মামলার তথ্য অনুযায়ী, মানিকের বিরুদ্ধে জিআর মামলাতে আদালত ১০ বছরের সশ্রম কারাদন্ডের রায় দিয়েছিল। দীর্ঘদিন পলাতক থাকার পর অবশেষে দামুড়হুদা মডেল থানা পুলিশের জালে ধরা পড়লো সে। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে দামুড়হুদা মডেল থানার ওসি (অপারেশন) মো. হিমেল রানা জানান, সাজাপ্রাপ্ত আসামিকে আইনি প্রক্রিয়া শেষে গতকাল মঙ্গলবার দুপুরে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। সম্পাদক কর্তৃক দি সংবাদ লিমিটেড -এর পক্ষে ৮৭, বিজয়নগর, ঢাকা থেকে মুদ্রিত এবং প্রকাশিত। কার্যালয় : ৩৬, পুরানা পল্টন, ঢাকা-১০০০। চুয়াডাঙ্গার দামুড়হুদা থানা পুলিশের অভিযানে অবশেষে ধরা পড়ল খুন মামলার ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামী মোহাম্মদ মানিক (২৮)। মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫ ভোরে কানাইডাঙ্গা গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। মামলার তথ্য অনুযায়ী, মানিকের বিরুদ্ধে...