আদমদীঘি ফায়ার সার্ভিসের ষ্টেশন লিডার রেজাউল ইসলাম জানান, ঘটনার সময় নাদিরা আক্তার তাঁর শিশু কন্যা নাজিফাকে নিয়ে একটি স্কুটি নিয়ে আদমদীঘি অভিমুখে যাচ্ছিলেন। এ সময় বগুড়া থেকে নওগাঁগামী একটি পিকআপ ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে। দুর্ঘটনায় মা ও মেয়ে বাদে আরো ছয়জন আহত হন । ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের উদ্ধার করে আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক নাদিরা আক্তার ও তাঁর সন্তান নাজিফাকে মৃত ঘোষনা করেন। আদমদীঘি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. ফজলে রাব্বী বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই মা মেয়ে মারা যান। আহত ছয় জনের মধ্যে পাঁচজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এবং গুরুতর আহত নাজমা আক্তারকে (৪৫) বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে । আদমদীঘি থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন, নিহতদের লাশ...