রায়পুরে কৃষকদের মাঝে পারিবারিক পুষ্টি বাগানের বীজ-সারসহ অন্যান্য উপকরণ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫ উপজেলা কৃষি অফিসে বিভিন্ন ইউনিয়নের সাড়ে ৫০০ কৃষকের মাঝে কৃষি সম্প্রসারণ অধিদফতরের পক্ষ থেকে এসব কৃষি উপকরণ বিতরণ করা হয়। উপজেলা কৃষি কর্মকর্তা মাজেদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইমরান খান। এ সময় আরও উপস্থিত ছিলেন রায়পুর থানার ওসি তদন্ত আব্দুল মান্নান, পল্লী উন্নয়ন কর্মকর্তা আব্দুস সাত্তার, বণিক সমিতির সদস্য কামরুল ইসলাম ও প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এম আর সুমন প্রমুখ। উপজেলা কৃষি কর্মকর্তা মাজেদুল ইসলাম বলেন, আমরা ২ শতাধিক পরিবারের মাঝে বাড়ির আঙ্গিনা চাষাবাদের জন্য ৭ প্রকারের ব্রীজ বিতরণ করা হয়েছে। সাড়ে ৩ কৃষকের মাঝে ৪ প্রকার ব্রীজ ও ২০ কেজি সার বিতরণ করা হয়েছে। সম্পাদক...