এখনও আনুষ্ঠানিকভাবে অবসরের ঘোষণা দেননি সাকিব আল হাসান। তবে দেশের ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহবুব সজীব ভুইঁয়া স্পষ্ট জানিয়ে দিয়েছেন—বাংলাদেশের হয়ে আর খেলার সুযোগ পাবেন না সাকিব। তাহলে কি শেষ হতে যাচ্ছে তার জাতীয় দলের ক্যারিয়ার? গতকাল (সোমবার) রাতে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে সাক্ষাৎকারে সাকিবকে নিয়ে এমন কঠোর সিদ্ধান্তের কথা জানান আসিফ মাহবুব। এর পেছনে কারণ হিসেবে উঠে এসেছে সাকিবের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টগুলো। গত দুদিন ধরে ফেসবুকে পোস্টের মাধ্যমে সাকিব ও আসিফ মাহবুবের মধ্যে অনলাইন দ্বন্দ্ব তীব্র আকার ধারণ করেছে। স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের সময় সংসদ সদস্য ছিলেন সাকিব। সে সময় যখন দেশে ছাত্রদের উপর নির্বিচারে গুলি চালানো হচ্ছিল এবং প্রাণ হারাচ্ছিল অনেকেই, তখন সাকিব পরিবার নিয়ে ছিলেন কানাডায়। সেই সময় তার ভ্রমণের ছবিগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, যখন অন্যদিকে...