ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের (এসআইবিএল) চট্টগ্রাম অঞ্চলের প্রায় ৫৫০০ কর্মকর্তার সাথে বৈষম্যমূলক আচরণ ও অন্যায়ভাবে চাকরিচ্যুতির চক্রান্তের প্রতিবাদে এবং ইতোমধ্যে চাকরিচ্যুত কর্মকর্তাদের দ্রুত পূর্ণবহালের দাবিতে ইসলামী ব্যাংক বয়কটের ডাক দিয়েছে চট্টগ্রাম অধিকার আন্দোলন। সংগঠনের নেতৃবৃন্দ অভিযোগ করেন, ইসলামী ব্যাংক কর্তৃপক্ষ পরিকল্পিতভাবে চট্টগ্রামের ব্যাংকারদের ওপর বৈষম্যমূলক আচরণ করছে, যা কেবল অমানবিকই নয়, বরং দেশের ব্যাংকিং খাতের স্থিতিশীলতার জন্যও হুমকি। এভাবে হাজার হাজার পরিবারের রিজিক কেড়ে নেওয়া এটা আইয়্যামে জাহেলিয়াতকেও হার মানিয়েছে। ৫৫০০ পরিবারকে একসঙ্গে অনিশ্চয়তায় ফেলার এই পদক্ষেপ মানবাধিকারের চরম লঙ্ঘন। ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে, ইসলামী ব্যাংকের সকল গ্রাহককে ৩০ সেপ্টেম্বর থেকে অ্যাকাউন্ট বন্ধ করে অন্য ব্যাংকে আমানত স্থানান্তরের আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে প্রবাসী বাংলাদেশিদের ইসলামী ব্যাংকের মাধ্যমে রেমিট্যান্স পাঠানো থেকে বিরত থাকার আহ্বান...