মাদারীপুরের ২২ বছরের যুবক ফয়সাল হোসেন পাকিস্তানে সেনা অভিযানে নিহত হয়েছেন। পরিবার ভেবেছিল তিনি দুবাই প্রবাসী, কিন্তু চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছে—ফয়সাল যোগ দিয়েছিলেন নিষিদ্ধ জঙ্গি সংগঠন তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি)-তে। গত শুক্রবার রাতে পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের কারাক জেলায় সেনা অভিযানে অন্তত ১৭ টিটিপি সদস্য নিহত হন। নিহতদের মধ্যে ছিলেন ফয়সালও। রবিবার তার বড় ভাই আরমান মোল্লা সংবাদটি নিশ্চিত করেন এবং সোমবার সকালে মাদারীপুরের ছোট দুধখালি গ্রামে পৌঁছায় শোকবার্তা। গ্রামে নেমে আসে কান্না ও আহাজারি। মা চায়না বেগম বিশ্বাসই করতে পারছিলেন না, প্রবাসী ভেবে যাকে দুবাই পাঠানো হয়েছে, সেই ছেলেই কিনা পাকিস্তানে গিয়ে জঙ্গিবাদের বলি হয়েছেন। ফয়সাল ঢাকার একটি স্কুলে দশম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেন। এরপর স্থানীয়ভাবে তসবিহ, আতর ও টুপি বিক্রি করতেন। চলতি বছরের মার্চে হঠাৎ নিখোঁজ হয়ে পরিবারকে জানালেন...