জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার (ইউএনএইচসিআর) ফিলিপো গ্রান্ডি, অস্ট্রেলিয়ার সাবেক ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী বর্তমানে জাতিসংঘের মিয়ানমার বিষয়ক বিশেষ দূত জুলি বিশপ ও ইউনিসেফের নির্বাহী পরিচালক ক্যাথরিন রাসেলের সঙ্গে সোমবার পৃথক বৈঠক করেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। তাদের আলোচনায় মূলত রোহিঙ্গা সংকট এবং এক মিলিয়নেরও বেশি রোহিঙ্গার জন্য মানবিক কার্যক্রমে তীব্র অর্থ সংকটের বিষয়টি প্রাধান্য পায়। বিশেষত তহবিল হ্রাসের ফলে শরণার্থী শিশুদের শিক্ষাসেবা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাদের আলোচনায় ছিল রোহিঙ্গা সংকটের বিস্তৃত চিত্র, রাখাইনের পরিস্থিতি, মিয়ানমার শরণার্থীদের সহায়তায় ভয়াবহ তহবিল ঘাটতি এবং মঙ্গলবারের সম্মেলনে আলোচ্য মূল বিষয়সমূহ। শরণার্থী বিষয়ক হাইকমিশনারের সঙ্গে তিনি সংকটের মূল দিকগুলো নিয়েও গভীর আলোচনা করেন। পাশাপাশি মিয়ানমারের রাখাইন রাজ্যে মানবিক পরিস্থিতির অবনতি, আন্তর্জাতিক সহায়তা হ্রাসে বাংলাদেশের কক্সবাজারে বসবাসরত ১০ লাখের বেশি রোহিঙ্গার দুরাবস্থা এবং রোহিঙ্গাদের স্বেচ্ছায়, নিরাপদ ও...