ভারতের কেন্দ্রীয় সরকারের সঙ্গে আলোচনা স্থগিত করেছেন লাদাখের আন্দোলনকারীরা। আন্দোলনে নেতৃত্ব দেওয়া ‘লেহ অ্যাপেক্স বডি’ দাবি করেছে, যতক্ষণ না পর্যন্ত ২৪ সেপ্টেম্বর লেহতে চার যুবক নিহত হওয়া নিয়ে একটি বিচার বিভাগীয় তদন্ত শুরু হচ্ছে ও ৫০ জনেরও বেশি গ্রেফতারকৃত প্রতিবাদকারীর বিরুদ্ধে মামলা প্রত্যাহার করা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত তারা আলোচনায় বসবে না। তারা আরও জানিয়েছে, জাতীয় নিরাপত্তা আইনে অধিকারকর্মী সোনাম ওয়াংচুককে গ্রেফতার, রাজ্যের দাবিতে চলা প্রতিবাদকে ‘দেশবিরোধী’ বলা ও সেপ্টেম্বর ২৪-এ পুলিশের গুলিতে যুবকদের মৃত্যুর ঘটনা পরিপ্রেক্ষিতে তারা ৬ অক্টোবর দিল্লিতে আলোচনায় অংশ নেবে না। লেহ এপেক্স বডি মূলত বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠ লেহ শহরের বিভিন্ন ধর্মীয়, সামাজিক ও রাজনৈতিক সংগঠনের জোট। তারা আরও জানিয়েছে, আন্দোলনকারীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার করতে হবে ও ২৪ সেপ্টেম্বর লেহতে চারজনের প্রাণহানির বিচার বিভাগীয় তদন্ত শুরু করতে হবে।...