নির্বাচনী দায়িত্ব দেওয়ার আগে প্রত্যেক পুলিশ সদস্যের বিষয়ে খোঁজ-খবর নেওয়া হবে বলে জানিয়েছেন আইজিপি বাহারুল আলম। তিনি বলেন, যদি কাউকে মনে হয় তাকে দায়িত্ব দেওয়া ঠিক হবে না, তাহলে এমন কাউকে নির্বাচনে দায়িত্ব দেওয়া হবে না। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) পুলিশ সদর দপ্তরে আয়োজিত আইনশৃঙ্খলা ব্যবস্থা সংক্রান্ত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। পুলিশের সাবেক আইজিপি ও ঊর্ধ্বতনরা মনে করছেন- বর্তমান পুলিশ দিয়ে নির্বাচনকালীন সহিংসতা প্রতিরোধ সম্ভব নয়। পুলিশ সদস্যরা নির্বাচনের চ্যালেঞ্জ মোকাবিলায় কতটা সক্ষম। এমন প্রশ্নে আইজিপি বলেন, আমরা সক্ষম; আপনারা যত যা-ই বলেন। আমরা ১ লাখ ৫০ হাজার পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দিচ্ছি। আগে কখনো একই সঙ্গে এত বিপুল সংখ্যক পুলিশ সদস্যদের প্রশিক্ষণ দেওয়া হয়নি। তিনি বলেন, পুলিশ সদস্যদের নির্বাচনী দায়িত্ব দেওয়ার আগে প্রত্যেকের বিষয় খোঁজ...