মেহেরপুরের গাংনী উপজেলার মটমুড়া গ্রামে বাঁশবাগান থেকে এক জীবিত নবজাতক উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে স্থানীয়রা নবজাতকটিকে উদ্ধার করে হাসপাতালে পাঠান। স্থানীয় সূত্রে জানা গেছে, মটমুড়া গ্রামের মসজিদের পাশের বাঁশবাগানে ফুটফুটে বাচ্চাটি দেখতে পান স্থানীয় লোকজন। পরে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে ইউকিউবেটর সাপোর্টের জন্য মেহেরপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়। শিশুটি...