ইউনিভার্সিটি অব নিউক্যাসল অস্ট্রেলিয়ার প্রো ভাইস-চ্যান্সেলর (গ্লোবাল) ড. আলেকজান্ডার ভনিনস্কিসহ একটি প্রতিনিধি দল আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি) পরিদর্শন করেন। রবিবার (২৮ সেপ্টেম্বর) পরিদর্শনে যান তারা। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। প্রতিনিধি দলে ছিলেন অস্ট্রেলিয়ান হাই কমিশন, বাংলাদেশের ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্টের সিনিয়র ডিরেক্টর মোস্তাফিজুর রহমান; ইউনিভার্সিটি অব নিউক্যাসল অস্ট্রেলিয়ার ফিউচার স্টুডেন্টস (ইন্টারন্যাশনাল) সাউথ এশিয়া, অ্যাকাডেমিক ডিভিশনের রিজিওনাল ডিরেক্টর অ্যান্টনি জোসেফ এবং ইউনিভার্সিটি অব নিউক্যাসল অস্ট্রেলিয়ার বাংলাদেশ, ফিউচার স্টুডেন্টসের (ইন্টারন্যাশনাল) রিজিওনাল ম্যানেজার মো. ইউসুফ। বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতিনিধি দলটি এআইইউবির প্রতিনিধিদের সঙ্গে ফলপ্রসূ বৈঠক করেন। বৈঠকে আরও উপস্থিত ছিলেন এআইইউবি বোর্ড অব ট্রাস্টিজ ও প্রতিষ্ঠাতা সদস্য ইশতিয়াক আবেদীন; অ্যাসোসিয়েশন অব প্রাইভেট ইউনিভার্সিটিজ অব বাংলাদেশ (এপিইউবি) সেক্রেটারি জেনারেল; এআইইউবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. সাইফুল ইসলাম; এআইইউবির ট্রেজারার প্রফেসর ড....