দিন দিন বেপরোয়া হয়ে উঠছে কিছু নিবন্ধিত ও অনিবন্ধিত ট্রাভেল এজেন্সি। সামাজিক যোগাযোগমাধ্যমে মুখরোচক বিজ্ঞাপন দিয়ে সাধারণ মানুষের কাছ থেকে ব্যাংকের মত করে ক্যাশ ডিপোজিট সংগ্রহ, টাকা পাচার, কর ফাঁকি দেওয়ার মত অবৈধ কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এ ধরনের কার্যক্রম বন্ধে পদক্ষেপ নিতে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুরকে একটি আধা সরকারি পত্র দিয়েছেন বাণিজ্য ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। গত ২৯ সেপ্টেম্বর এসব বিষয়ে ব্যবস্থা নিতে শেখ বশিরউদ্দিন বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কাছে অধা সরকারি পত্রটি পাঠিয়েছেন। উপদেষ্টার দেওয়া চিঠিতে বলা হয়েছে- সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে নিবন্ধিত ট্রাভেল এজেন্সির বাইরেও বহু সংখ্যক অনিবন্ধিত ট্রাভেল এজেন্সি রয়েছে। যেসব এজেন্সি অফলাইনে ও অনলাইনে এবং কোন কোন ক্ষেত্রে সোশ্যাল মিডিয়া ব্যবহার করে বিভিন্ন অপরাধমূলক আর্থিক কর্মকাণ্ড পরিচালনা করছে।...