নাটোরের গুরুদাসপুর উপজেলার পিপলায় চলমান উন্নয়ন কাজের অংশ হিসেবে ১০ কোটি টাকা ব্যয়ে নির্মিত ৯৯ মিটার দীর্ঘ ব্রীজের টপ ঢালাই কাজের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমিদা আফরোজ আনুষ্ঠানিকভাবে এ কাজের উদ্বোধন করেন এবং নির্মাণাধীন প্রকল্পের যাবতীয় অগ্রগতি পরিদর্শন করেন। উদ্বোধন শেষে ইউএনও ফাহমিদা আফরোজ বলেন, “এই ব্রীজটি সম্পন্ন হলে চলনবিলের কৃষকরা বিশেষভাবে উপকৃত হবেন। একই সঙ্গে ওপারের সাধারণ মানুষও যাতায়াত ও পণ্য...