ঘরের মাঠে হংকং চায়নার বিপক্ষে প্রথম লেগের ম্যাচটি সিঙ্গাপুর ম্যাচের মতোই ভর করছে উত্তুঙ্গ প্রত্যাশা। এরই মধ্যে বিক্রি হয়ে গেছে গ্যালারির টিকেট। সোহেল রানাও টের পাচ্ছেন সমর্থকদের চাওয়াটা। এই মিডফিল্ডারের বিশ্বাস, দর্শকদের প্রত্যাশা পূরণ করতে পারবেন তারা। জাতীয় স্টেডিয়ামে মঙ্গলবার প্রথম দিনের প্রস্তুতি অবশ্য হয়নি প্রত্যাশা অনুযায়ী। বৃষ্টি আর বজ্রপাতের বাগড়ায় ভেস্তে গেছে অনুশীলন। অথচ এশিয়ান কাপের বাছাইয়ের তৃতীয় রাউন্ডে হংকং চায়নার বিপক্ষে ম্যাচের খুব বেশি দেরি নেই। ৯ অক্টোবর জাতীয় স্টেডিয়ামে প্রথম লেগ এবং ১৪ অক্টোবর হংকংয়ের মাঠে হবে ফিরতি লেগ। প্রাথমিক দলে জায়গা পাওয়া ৩০ জনের মধ্যে ২২ জনকে নিয়ে এদিন প্রস্তুতি নিতে এসেছিলেন কোচ হাভিয়ের কাবরেরা। কিন্তু বিরূপ আবহাওয়ায় ঠিকঠাক অনুশীলন সারতে পারেননি তিনি। ফলে সবশেষ নিজেদের মাঠে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের ভুলগুলো নিয়েও কাজ শুরু করতে পারেননি...