পাঁচ দফা দাবিতে ১ অক্টোবর থেকে ১২ অক্টোবর পর্যন্ত দ্বিতীয় ধাপে ১১ দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ খেলাফত মজলিস। জামায়াতে ইসলামীসহ অন্যদলগুলোর সঙ্গে মিলিয়ে যুগপৎ কর্মসূচি দেয় দলটি। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দলের এক যৌথ বিবৃতিতে দলটির আমির মাওলানা মামুনুল হক ও মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ এ কর্মসূচি ঘোষণা করেন। কর্মসূচি হলো, ১ অক্টোবর থেকে ৯ অক্টোবর পর্যন্ত ৫ দফা গণদাবির পক্ষে জনমত গঠনের লক্ষ্যে গণসংযোগ, ১০ অক্টোরব ঢাকায় ও বিভাগীয় শহরে গণমিছিল, ১২ অক্টোবর জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান। দেশের অন্যতম প্রধান ধর্ম হিন্দু ধর্মাবলম্বীদের দুর্গা উৎসবের কারণে প্রথম দিকে রাজপথে কোন কর্মসূচি রাখা হয় নাই। বিবৃতিতে তারা বলেন, “দেশ আজ ভয়াবহ রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটে নিমজ্জিত। জনগণের ন্যায্য দাবি উপেক্ষা করে পুরনো স্বৈরতান্ত্রিক শাসনব্যবস্থা চাপিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলছে। জুলাই...