জামায়াত নেতা আমির হামজার মন্তব্য নিয়ে বিতর্ক থামার আগেই এবার আলোচনায় এসেছেন আরেক ইসলামী বক্তা মাওলানা তারেক মনোয়ার। তার বক্তব্যকে কেন্দ্র করে নতুন করে সমালোচনা তৈরি হয়েছে, যেখানে অনেকেই জামায়াতে ইসলামীর দিকে অভিযোগের আঙুল তুলেছেন। এ বিষয়ে মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দলটির পক্ষ থেকে বিবৃতি দেওয়া হয়। জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের দায়িত্বপ্রাপ্ত সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের জানান, কিছুদিন আগে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত এক ঘরোয়া আলোচনায় তারেক মনোয়ার কিছু মন্তব্য করেছিলেন। তিনি বলেন, ওই বক্তব্য সম্পূর্ণ ব্যক্তিগত এবং জামায়াতে ইসলামীর সঙ্গে এর কোনো যোগসূত্র নেই। বক্তা নিজেও এ জন্য ক্ষমা প্রার্থনা করেছেন। তবুও দলটির ওপর দায় চাপানোর চেষ্টা অনভিপ্রেত। তিনি আরও উল্লেখ করেন, জামায়াতে ইসলামী সবসময় আলেম সমাজকে সম্মান করে আসছে এবং...