শিক্ষকের কাছে ঘুস চাওয়ায় গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের অফিস সহায়ক আশিকুর রহমান শিকদারকে কারণ দর্শানো নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা শিক্ষা কর্মকর্তা উত্তম কুমার সরকার বিষয়টি যুগান্তরকে নিশ্চিত করেছেন। সোমবার এ নোটিশ দেওয়া হয়। এতে আগামী তিন কর্মদিবসের মধ্যে অফিস সহায়ককে এর জবাব দিতে বলা হয়েছে। জানা গেছে, উপজেলার বালিয়াডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শারলীনা পারভীন কল্যাণ তহবিলের চিকিৎসা অনুদানের কাগজপত্রে শিক্ষা কর্মকর্তার স্বাক্ষর করানোর জন্য প্রায় দুই মাস ধরে ঘুরছেন। কর্মকর্তা স্বাক্ষর না করে ঘোরাচ্ছিলেন। এমনকি ফাইল ছুড়ে ফেলে দিয়েছেন। সোমবার শিক্ষক শারলীনা পারভীন পুনরায় স্বাক্ষর করাতে গেলে শিক্ষা কর্মকর্তা করে দিতে অস্বীকৃতি জানান। একপর্যায়ে অফিস সহায়ক আশিকুর রহমান শিকদার তাকে জানান, সাড়ে ৩ হাজার টাকা দিলে তিনি শিক্ষা কর্মকর্তাকে দিয়ে স্বাক্ষর...