২০২৫ সালের এশিয়া কাপ ছিল বাংলাদেশের শিরোপা জয়ের বড় সুযোগ। তবে ব্যাটিং ব্যর্থতার কারণে সেই সুযোগ কাজে লাগাতে পারেনি টাইগাররা। যার ফলে হতাশ হয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ক্রিকেটভক্তরা। সুন্দর ও গোছানো প্রস্তুতি নিয়ে এবারের এশিয়া কাপে অংশ নেয় বাংলাদেশ। একাদশও ছিল বেশ শক্তিশালী। কিন্তু শেষটা ভালো হয়নি লিটনের দলের। সুপার ফোরে ভারত ও পাকিস্তানের বিপক্ষে টানা দুই ম্যাচে হেরে যায় বাংলাদেশ। ফলে ভেঙে যায় শিরোপার স্বপ্ন। শেষ দুই ম্যাচে পাঁজরের চোটের কারণে একাদশে থাকতে পারেননি অধিনায়ক লিটন কুমার দাস। সেই সময়ে অধিনায়কের দায়িত্ব পালন করেন জাকের আলি অনিক। একই ইনজুরির কারণে আফগানিস্তান সিরিজের একাদশেও থাকছেন না লিটন। দলের ব্যর্থতায় ভক্তদের কাছে ক্ষমা চেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি আবেগঘন পোস্ট দেনলিটন দাস। তিনি লেখেন—আমরা ২০২৫ এশিয়া কাপে দল হিসেবে নিজেদের সর্বোচ্চটাই দেওয়ার...