দুই ম্যাচের চিত্র অনেকটা একই। আগে ব্যাট করা দল প্রত্যাশিত স্কোর গড়তে পারল না। কিন্তু বোলারদের সম্মিলিত পারফরম্যান্সে সেই দুই দলই জিতে গেল বেশ সহজে। জয়ের ব্যবধানও কাছাকাছি, ঢাকা মেট্রোর জয় ২৩ রানে, ঢাকা বিভাগের ২৮ রানে। ব্যাটে-বলে পারফর্ম করে ঢাকা মেট্রোর জয়ে বড় অবদান রেখে টি-টোয়েন্টি অভিষেক রাঙালেন আইচ মোল্লা। ক্যামিও ইনিংস খেলার পর বল হাতেও উজ্জ্বল সুমন খান, ঢাকা বিভাগের জয়ে তার মতোই দারুণ বোলিংয়ে ভূমিকা রাখলেন অভিজ্ঞ বাঁহাতি স্পিনার নাজমুল ইসলাম অপুও। বয়সভিত্তিক ক্রিকেট পেরিয়ে বছর তিনেক ধরে দেশের ঘরোয়া ক্রিকেটে খেলছেন আইচ মোল্লা। অন্য দুই সংস্করণে খেললেও স্বীকৃতি টি-টোয়েন্টিতে প্রথম মাঠে নামলেন এই ম্যাচ দিয়েই। ২২ বছর বয়সী ক্রিকেটার অভিষেক স্মরণীয় করে রাখলেন ম্যাচ জেতানো পারফরম্যান্সে। সিলেটে জাতীয় লিগ টি-টোয়েন্টির ম্যাচটিতে সিলেট বিভাগকে ২৩ রানে হারায়...