রিপন আকন্দ বগুড়ার শেরপুর উপজেলার গাড়িদহ ইউনিয়নের হাটগাড়ি তালপট্টি গ্রামের বদিউজ্জামানের ছেলে। পুলিশ জানিয়েছে, যাত্রী বেশে ছিনতাইকারীরা গাড়িতে ওঠে ইজিবাইকটি ছিনিয়ে নিতে চালক রিপন আকন্দকে শ্বাসরোধে হত্যা করেছে। ঘটনায় জড়িতদের শনাক্ত করার চেষ্টা চালাচ্ছে পুলিশ। বগুড়ার সহকারী পুলিশ (নন্দীগ্রাম-কাহালু সার্কেল) নুরুজ্জামান চৌধুরী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ছিনতাই হওয়া ইজিবাইক ও চালকের মোবাইল উদ্ধার করা গেলে হত্যায় জড়িতদের শনাক্ত করা যাবে।’ পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে কৃষকরা মাঠে কাজ করতে যাওয়ার পথে নুন্দহ ফাজিল মাদ্রাসার পাশের জঙ্গলে রিপন আকন্দের লাশ পড়ে থাকতে দেখেন। থানায় খবর দিলে দুপুরে লাশ উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। নিহতের ভাই নান্নু...