অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেল শান্তি পুরস্কার বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। এটি স্থায়ী নয় এবং প্রয়োজনে যেকোনো সময় পুনরায় চালু করা হতে পারে। সম্প্রতি নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের সম্মেলন চলাকালে আন্তর্জাতিক সাংবাদিক ও জেটিও মিডিয়ার প্রতিষ্ঠাতা মেহেদী হাসানের সঙ্গে সাক্ষাৎকারে তিনি বাংলাদেশের সাম্প্রতিক রাজনীতি, নির্বাচন, মানবাধিকার পরিস্থিতি, সংখ্যালঘুদের নিরাপত্তা, রোহিঙ্গা ইস্যু এবং বৈদেশিক সম্পর্কসহ গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করেন। ড. ইউনূস জানান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশত্যাগের পর আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড সাময়িকভাবে স্থগিত রাখার সিদ্ধান্ত যৌক্তিক। তিনি বলেন, দলটি নিষিদ্ধ করা হয়নি এবং আইনগতভাবে এখনও বৈধ। তবে নির্বাচন কমিশনের পর্যবেক্ষণ অনুযায়ী, আওয়ামী লীগ আসন্ন নির্বাচনে বিশৃঙ্খলার উৎস হতে পারে, এ কারণে সাময়িকভাবে দলটিকে রাজনৈতিক কর্মকাণ্ড থেকে বিরত রাখা হয়েছে।...