মঙ্গলবার সকাল ৯টার দিকে উপজেলার সাহাপুর ইউনিয়নের মহাদেবপুর এলাকায় সিএনজি অটোরিকশা থেকে ছিটকে পড়ে স্টিয়ারিং ট্রলির চাপায় এক কিশোরী নিহত হয়েছে। তবে এখন পর্যন্ত নিহত ওই কিশোরীর নাম-পরিচয় জানা যায়নি। সিএনজি অটোরিকশার যাত্রী সিলভি জানান, সিএনজি অটোরিকশাটি যাত্রী নিয়ে পাবনার দিক থেকে রূপপুরের দিকে যাচ্ছিল। মেয়েটি আওতাপাড়া থেকে অটোরিকশায় ওঠে। কিছুদূর যাওয়ার পর সাহাপুর নামক স্থানে গিয়ে অটোরিকশার সামনে একটি গাড়ি চলে আসে। এসময় অটোরিকশা চালক আকস্মিকভাবে ব্রেক চাপলে ওই কিশোরী পাকা রাস্তার উপর ছিটকে পড়ে। এ সময় একটি স্টিয়ারিং ট্রলি তাকে চাপা দিয়ে ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় ওই কিশোরীকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় কিছুক্ষণ পর মারা যায় ওই কিশোরী। অন্যদিকে বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার পাকশী ইউনিয়নের বাঘোইল...