বাংলাদেশ ক্রিকেটের তারকা অলরাউন্ডার ও বর্তমান সংসদ সদস্য সাকিব আল হাসান এবং সাবেক ক্রিকেটার আসিফ মাহমুদের মধ্যে চলছে প্রকাশ্য বাদানুবাদ। প্রথমে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হওয়া এই কথার লড়াই এখন মূলধারার গণমাধ্যমেও আলোচনার কেন্দ্রে। একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে আসিফ মাহমুদ বলেন,“সাকিব আল হাসান যাতে বাংলাদেশের জার্সি গায়ে আর খেলতে না পারেন, সে বিষয়ে নির্দেশনা দেওয়া হবে।”তার এ মন্তব্যে ক্রিকেট মহলসহ সমর্থকদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। জুলাই-অগাস্টের গণঅভ্যুত্থানের সময় সাকিব আল হাসান নীরব থাকার কারণে অনেকে ক্ষোভ প্রকাশ করেছেন। সমালোচকদের দাবি, সাকিব তখন জনগণের পাশে দাঁড়াননি। তবে অন্য একটি অংশের মতে, সাকিব যদি কোনো অপরাধ করে থাকেন, তার বিচার হওয়া উচিত কিন্তু জাতীয় দল থেকে তাকে দূরে রাখা সমাধান নয়। বিশ্লেষকরা বলছেন, পরিস্থিতি আরও জটিল হলে সাকিব আল...