ইন্দোনেশিয়ার পূর্ব জাভায় একটি স্কুল ভবন ধসে পড়ার ঘটনায় অন্তত ৩ জন নিহত হয়েছেন। ধ্বংসস্তূপের নিচে আরও ৩৮ জন শিক্ষার্থী ও কর্মী আটকা পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। এছাড়া আহত অবস্থায় ৯৯ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। কর্মকর্তারা জানান, সোমবার (২৯ সেপ্টেম্বর) সিডোয়ার্জো শহরের আল খোজিনি ইসলামিক বোর্ডিং স্কুলে প্রার্থনার সময় ভবনটি হঠাৎ ধসে পড়ে। অধিকাংশ নিখোঁজ শিক্ষার্থী কিশোর বয়সী। স্কুলটির শিক্ষার্থীদের বয়স ১২ থেকে ১৭ বছরের মধ্যে। দুর্যোগ প্রশমন সংস্থা জানায়, ভবনের ভিত্তি দুর্বল ছিল। এর ওপর বাড়তি তলার নির্মাণকাজের চাপ নিতে না পেরে ভবনটি ভেঙে পড়ে। স্থানীয় গণমাধ্যমে প্রচারিত ফুটেজে দেখা গেছে, ধসে যাওয়া অংশ সম্পূর্ণ মাটির নিচে দেবে গেছে, কংক্রিটের বড় বড় স্ল্যাব চারদিকে ছড়িয়ে রয়েছে। উদ্ধারকারী সংস্থাবাসারনাসপ্রধান মোহাম্মদ সাইয়াই বলেন, ভবনটি...