জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, “ভারতীয় একটা মিডিয়া আছে, ওইটার নামই প্রোপাগান্ডা হাউস।” তিনি অভিযোগ করেন, এ ধরনের মিডিয়া কালো টাকা ব্যবহার করে বাংলাদেশে প্রতিমা বিকৃতির ভুয়া ছবি ছড়িয়ে ধর্মীয় সম্প্রীতির বিরুদ্ধে প্রোপাগান্ডা চালাচ্ছে। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে পঞ্চগড় সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নের হুদুপাড়া শ্রীশ্রী সার্বজনীন দুর্গা মন্দির পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সারজিস এ অভিযোগ করেন। তিনি বলেন, “সামাজিক যোগাযোগমাধ্যমে এআই টুল ব্যবহার করে প্রতিমার আকৃতি বিকৃত করা হচ্ছে। পরে যখন প্রশাসন বা আইনশৃঙ্খলা বাহিনী যায়, তখন দেখা যায় এসবের কোনো বাস্তব ভিত্তি নেই। এর মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে।” এ সময় সারজিস আলম আরও বলেন, বাংলাদেশের মানুষ ঐক্য ও সম্প্রীতির মধ্যে বসবাস করে। “আমাদের এখানে সবাই একসাথে উৎসব পালন করে, একই হোটেলে...