স্থানীয়রা জানিয়েছেন, সকালবেলায় ফুটপাথে হেঁটে যাওয়ার সময় একটি দ্রুতগামী মোটরসাইকেল তাকে সজোরে ধাক্কা মারে। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করতে এগিয়ে গেলেও ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর মোটরসাইকেলের চালক, বড় বাংরাইল গ্রামের অনিল সূত্রধরের ছেলে বিপ্লব (২২), ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়। স্থানীয়দের মতে, বিপ্লব পেশায় একজন মিস্ত্রি। এ ঘটনায় এলাকায় ব্যাপক ক্ষোভ ও শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা জানান, আমিরন বেগম শান্ত স্বভাবের ও পরিশ্রমী একজন নারী ছিলেন। তার মৃত্যুতে পরিবার ও প্রতিবেশীরা গভীর শোক প্রকাশ করেছেন। নিহতের স্বজনরা দ্রুত দোষীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। সালথা থানার অফিসার ইনচার্জ মো. আতাউর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে। সম্পাদক কর্তৃক দি সংবাদ লিমিটেড -এর...