হবিগঞ্জ জেলাসহ সিলেট বিভাগের সকল জেলায় শারদীয় দুর্গাপূজার সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় হবিগঞ্জ ঘাটিয়া বাজার, রামকৃষ্ণ মিশন, কালিবাড়ি পূজামণ্ডপের নিরাপত্তা পরিস্থিতি পরিদর্শন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান ৯ (সিলেট) সিও উইং কমান্ডার তাজমিনুর রহমান চৌধুরী। আরও উপস্থিত ছিলেন- হবিগঞ্জ পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমান, শায়েস্তাগঞ্জ (ক্যাম্প কমান্ডার) অতিরিক্ত পুলিশ সুপার শাহ আলম। এবারের পূজা সুন্দর ও নির্বিঘ্নভাবে সম্পন্ন হবে। র্যাবের ১৫টি ব্যাটালিয়ন সারা দেশে পূজা উদ্যাপন কমিটির সঙ্গে সমন্বয় করে নিরাপত্তা দিচ্ছে। পূজামণ্ডপে টহল দল মোতায়েন রয়েছে। গুজব ছড়িয়ে উৎসবের পরিবেশ কেউ যাতে নষ্ট করতে না পারে, সে জন্য সাদা পোশাকে গোয়েন্দা সদস্য ও সাইবার টিম অনলাইনে সার্বক্ষণিক নজরদারি করছে। যদি কোনো তথ্য আসে, যাচাইয়ের সুযোগ দিতে হবে। মিথ্যা হলে গুজবকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, আর...