পার করেছি আঠার পেরিয়ে যাব পাহাড়ও এই স্লোগানকে সামনে রেখে তেতুলিয়া ব্রাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির সেলফ এর উদ্যোগে সপ্ন সারথী সদস্যদের গ্রাজুয়েশন সম্মাননা প্রদান তেতুলিয়া মডেল মসজিদ হল রুমে অনুষ্ঠিত। উক্ত আনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারি কমিশনার ভূমি এস এম আকাশ বিশেষ আতিৎি হিসাবে উপস্থিত ছিলেন মোহাম্মদ জাহাঙ্গীর আলম জেলা সমন্বয়কারী ও মাইকেল বাসকে জেলা ব্যবস্থাপক সামাজিক কর্মসূচি সেলপ মোসাম্মৎ সারজিয়া আফরিন অফিসার্স সেলপ ব্রাক তেতুলিয়া ব্র্যাকের জেলা কর্মকর্তা জাহাঙ্গীর আলম বলেন ২০২৩ সাল থেকে সেল কর্মসূচি আওতায় তেতুলিয়া উপজেলায় ১৩ থেকে ১৭ বছর কিশোরীদের নিয়ে স্বপ্ন শারথি কার্যক্রম শুরু হয়। যাহা বর্তমানেও চলমান রয়েছে। উক্ত কর্মসূচির মাধ্যমে কিশোরীদের জীবনমান দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের মাধ্যমে বাল্যবিবাহ প্রতিরোধের ভূমিকা ও আত্মবিশ্বাসী করে তোলা। এ কার্যক্রমের মূল উদ্দেশ্য...